Real online-Income-site

গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয়ের উপায়  

গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয়ের অনেক উপায় রয়েছে। কী কী শিখলে কোন কোন মার্কেট প্লেসে কাজ পাবেন সহজে তা নিচে উল্লেখ করা হল।

একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে নিচের সফওয়ারগুলো ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।

তাহলে আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলো হতে প্রতিযোগিতার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি কাজ আদায় করতে পারবেন।

 

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে জানা আবশ্যক

সফওয়ারগুলো হল:

১)পাওয়ার পয়েন্ট

২)এডাব ফটোশপ

৩)এডাব ইলাসস্ট্রেটর

৪)এডাব ইনডিজাইন

৫)এডাব এক্সডি

এগুলো জানলে আপনি একজন ব্রান্ড ডিজাইনার,স্টেশনারি ডিজাইনার,ইউআই ডিজাইন ইত্যাদি সহজে করতে পারবেন।

সে সাথে ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইভার, এডাব স্টক,গ্রাফিক রিভার এবং সাটার স্টকে কাজ করে অনলাইনে আয় করতে পারবেন।

সাম্প্রতিক সময়ে বিশ্ব মোশন গ্রাফিক্স এবং ভিজ্যুয়েল এফএক্স এর দিকে ঝুকছে বেশি।দিন দিন বাড়ছে ডিমান্ড।

মোশন গ্রাফিক্স এবং ভিজ্যুয়েল এফএক্স শেখার জন্য ফটোশপ, ইলাসস্ট্রেটর আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো এবং সিনেমা ফোর ডি জানতে হবে।

উপরের সফটওয়্যারসমূহ ব্যবহারের ওপর দক্ষতা অর্জন করলে আপনি   একজন ২ডি মোশন,ব্রডকাস্টিং, কমপোজিটিং, এক্সপ্লেইনার ভিডিও, ভিডিও এডিটিং, থ্রি ডি মোশন, ভিজুয়্যাল এফএক্স এর কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। বর্হিবিশ্বের বাজারে বাড়বে আপনার চাহিদা।

সে সাথে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রচুর কাজ পাবেন ফ্রিল্যান্সার,আপওয়ার্ক, ফাইভার, এবং ইউটিউব চ্যানেলের।

আরও পড়ুন : গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবো, টিটোরিয়াল

 

বিস্বস্থ অনলাইন ইনকাম সাইট( Freelancer website)

অনলাইনে আয়/ইনকাম  সহজ আবার সহজ না। কাজ জানলে সহজ, না জানলে অর্ধেক জানলে ইনকামের চেহারা দেখবেন না। শুধু সময় ক্ষেপন করবেন।

বিস্বস্ত অনলাইন ইনকাম সাইট অনেক আছে।যেনতেনভাবে টাকা ইনকাম করতে পারবেন না। পারবেন পয়সা ইনকাম করতে।অনলাইন দুনিয়ায় ভুয়া সাইট বেশি। ওরা আপনাকে ভিজিটর বানিয়ে নিজেদের ফায়দালুটে নেয়। কিংবা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। পেমেন্টের বেলায় জিরো।

অনেক যাচাই বাছাই করে নিচে কিছু বিস্বস্থ অনলাইন ইনকাম সাইট(Freelancer website)এর তালিকা তুলে ধরা হল:

(১) আপওয়ার্ক ডটকম
(২) পিপল-পার-আওয়ার ডটকম
(৩) ফ্রিলান্সার ডটকম
(৪)৯৯ডিজাইন ডটকম
(৫) ফিবার ডটকম

(৬) গুরু ডট কম

 

ফ্রিল্যান্সিং কি হালাল

 

অবশ্যই ফ্রিল্যান্সিং একটি হালাল কাজ। তবে কিছু কথা রয়েছে ইসলামে নিষিদ্ধ অনুমোদন দেয় না এমন কাজের মাধ্যমে আয় করা হালাল হবে না। যেমন- সুদের কাজ কারবারের সাথে জড়িত কাজ।

একজন মুসলিম গ্রাফিক্স ডিজাইনার মদের বোতলের নকশা, ব্রান্ড লোগো তৈরির কাজ করা জায়েজ হবে না।

একথায় বলেই দিলামতো-ইসলাম নিষিদ্ধ কাজের মাধ্যমে আয় করা সব আয় অবৈধ, হালাল নয়।

 

আরও পড়ুন : ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩, ফ্রিল্যান্সিং কি ২০২৩

 

অনলাইনে পার্টটাইম কাজ করে আয় করার সহজ মাধ্যম

অনলাইনে পার্টটাইম কাজ করে আয় করার সহজ মাধ্যমগুলো হল উপরে উল্লেখিত বিস্বস্থ /বিস্বস্ত মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং জব সাইটসমূহ। নির্দিষ্ট কিছু কাজ জানা থাকলে আপনি সহজে ঘরে বসে অনলাইনে আয় করতে পারবেন।

এ সব জবসাইট বা মার্কেটপ্লেস সমূহের চাহিদা মোতাবেক কাজ জানা না থাকে তাহলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। দেশের রাজধানী ঢাকা ও বড় বড় শহরে অনেক ফ্রিল্যান্সিং কাজ শেখানোর প্রতিষ্ঠান রয়েছে।

ফেসবুকেও পাবেন বেশ কিছু অনলাইন ভিডিও। সেগুলো দেখে দেকে কাজ শিখে ফেলুন। একনাগাড়ে লেগে থাকলে সফলতা আসবেই ইনশআল্লাহ।

লেখাটি ভাল লাগলে শেয়ার করুন।

Leave a Comment

Scroll to Top