সহজে আউটসোর্সিং শেখার উপায়

0
আউটসোর্সিং শেখার উপায় হল অনলাইন

এটা খুব সহজ একটি বিষয়।আপনি ধৈর্য্য সহকারে এক থেকে ২মাস চেষ্ঠা করলে অনেক কিছু শিখতে পারবেন। আউটসোর্সিং শেখার উপায় হল অনলাইন-ইন্টারনেট ঘাটাঘাটি করে শেখা।

ফেসবুকেও বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক আর্টিকেল থাকে। সেগুলো একটু মনযোগ দিয়ে পড়লেই আপনি অনেক কিছু জানতে পারবেন।

কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি রয়েছে যারা নিজেরা এ ব্যাপারে প্রশিক্ষণ দেন। কেউ হাতে কলমে আর কেউ অনলাইনে।

এক সময় আউটসোর্সিং শেখার উপায় খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যেতাম। এখন নেটের বদলে খুব কম খরচে এটি শেখা যায়।

আমার কাছে আউটসোর্সিং শেখানোর কোন প্রতিষ্ঠান নেই। তবে বেশ কিছু রিয়েল তথ্য সমৃদ্ধ আর্টিকেল আছে। খুব গুরুত্বপূর্ণ। ফ্রিতে পড়ে নিতে পারেন।

 

সংক্ষিপ্ত উপায়ে সঠিক তথ্য পেতে নিচের লিংকে বিস্তারিত পড়ুন

আউটসোর্সিং : কী, কাকে বলে, কিভাবে শুরু করবো

 

 

আউটসোর্সিং কী

আউটসোর্সিং কী তা নিয়ে অনেকে বিতর্ক করেন।বাইরের কোন প্রতিষ্ঠানের কাজ আপনি ঘরে বসে করে দেবেন তাই আউটসোর্সিং । বা আপনি তাদের অফিসে গিয়েও করে দিতে পারেন। আউটসোর্সিং কী এ নিয়ে বিতর্ক যাবার দরকার নেই।

যারা এ কাজ করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার। বিতর্ককারীরা কাটিকে তাই ফ্রিল্যান্সিং হিসেবে চিহিৃত করতে চান।

 

সরকারিভাবে আউটসোর্সিং

সরকারের কোন প্রতিষ্ঠানে বাইরে থেকে লোক ভাড়া করে এনে কাজ করানো হলে তখন হয় সরকারি আউটসোর্সিং সার্ভিস বা কাজ।সরকারের স্থায়ী কর্মচারীদের বেশি ভাতা, ওভার টাইম বা খরচ দিতে হয় বিধায় তারা আউটসোর্সিং  ভিত্তিতে লোক নিয়োগ করে কাজের জন্য।

 

মোবাইলে আউটসোর্সিং

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কিছু কাজ অনেক ক্ষেত্রে মোবাইলেও করা যায়। মোবাইলে আউটসোর্সিং কাজ করা সহজ। তবে সব কাজ করা যায় না। মোবাইল বা ট্যাব, ল্যাপটপ বা ডেস্কটপ এর বিকল্প হতে পারে না। সিম্পল কাজ, লেখালেখি এডিট করা যাবে মোবাইলে।

মোবাইলে আউটসোর্সিং কি কি কাজ করা যেতে পারে আপনি নিজেই জেনে নিন নিচের লিংক ক্লিক করে

মোবাইলে কী কী আউটসোর্সিং কাজ করতে পারবেন নিচের আর্টিকেলগুলো পড়লেই বুঝতে পারবেন সহজেই

আউটসোর্সিং নিয়োগ

আগেই বলেছি সাময়িক কাজের জন্য চুক্তিভিত্তিক যে নিয়োগ দেয়া হয়, যিনি বাইরে থেকে প্রতিষ্ঠানের কাজ করে দেন, সেটাই আউটসোর্সিং নিয়োগ।

 

আউটসোর্সিং কি ICT

আউটসোর্সিং কি ICT -তা জানতে হলে প্রথমে বুঝতে হবে ICT মানে কি বুঝতে হবে। “ICT” এর পুরো এব্রিবিয়েশন হল Information and Communication Technology।

“আইসিটি” অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উত্পাদন এবং পরিষেবা শিল্পের সমন্বয়কে বোঝায় যা ইলেকট্রনিকভাবে ডেটা এবং তথ্য ক্যাপচার, প্রেরণ এবং প্রদর্শন করে।

 

আউটসোর্সিং ওয়েবসাইট

যে সমস্ত ওয়েবসাইটে ফ্রিল্যান্সাররা কাজ আদান প্রদান করেন, নতুন নতুন কাজ পান, অনলাইনে আয় করেন তাদের আউটসোর্সিং ওয়েবসাইট বা আউটসোর্সিং জবসাইট বলা হয়।যেমন-

বর্তমানে জনপ্রিয় কিছু নির্ভরযোগ্য আউটসোর্সিং জবসাইট বা মার্কেটপ্লেস :
(১) আপওয়ার্ক ডটকম
(২) পিপল-পার-আওয়ার ডটকম
(৩) ফ্রিলান্সার ডটকম
(৪)৯৯ডিজাইন ডটকম
(৫) ফিবার ডটকম

(৬) গুরু ডট কম

আউটসোর্সিং বাংলাদেশ

বাংলাদেশের তরুণদের মধ্যে আউটসোর্সিং খুবই জনপ্রিয়। যারা মূলত শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণ করছে। যাদের লেখাপড়ার চাপ কম তারা কাজটি সহজে করতে পারে। আয়ও করছে বেশ।কেবল ছাত্ররাই নয়, যে কোন বয়সের মানুষ এখন  আউটসোর্সিং কাজ করে আয় করছেন। দেশে বহু রকমের আউটসোর্সিং কাজ রয়েছে। এ ব্যাপারে একটু খোজ খবর রাখলে আপনিও করতে পারবেন।

লেখাটি ভাল লাগলে আমাদের ওয়েবসাইট এড্রেসটি স্রণে রাখুন।outsourcingway dot com

লেখাটি ভাল লাগলে শেয়ার করে রাখতে পারেন।

 

 

Leave A Reply