এডসেন্স এড বনাম গুগল সার্চ র্যাংকিং :
কিছু লোক এটা বিশ্বাস করে যে,ওয়েবসাইট বা ব্লগে গুগলের বিজ্ঞাপন থাকলে সার্চের ফলাফলে সে সব সাইট উপরের দিকে দেখায়। এটা পুরোপুরি সঠিক নয় আবার সঠিকও বলা যায়। যথেষ্ট বিতর্ক রয়েছে। গুগলের পলিসি অনুসারে অর্গানিক ভিজিটর ও এসইও ছাড়া সাইট কোনভাবে ভাল র্যাংকিং পেতে পারে না।
সম্প্রতি আমেরিকা ও ইউরোপজুড়ে গুগলের বিজ্ঞাপন ও সার্চ ইঞ্জিন ফলাফল নিয়ে বহু তর্ক বিতর্ক ও মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। কিন্ত গুগল তার এক কথায় অবিচল ছিল। তাই পাঠকদের কিছু অজানা প্রশ্নের উত্তর জানাতে আজকের এই আলোচনা।
এডসেন্স এড কি
এডসেন্স হলো গুগলের একটি পণ্য বা সেবা যেটি প্রকাশকদের কন্টেন্টে প্রদর্শন করা করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন দাতারা যেমন নির্দিষ্ট অঞ্চলের মানুষের নিকট পণ্যের প্রচারণা চালায় তেমনি প্রকাশক(পাবলিশার) আয়ের সুযোগ পান। কোন পাঠক বা ভিজিটর বিজ্ঞাপনগুলোতে ভিজিট করেন বা ক্লিক দেন তখন প্রকাশককে গুগল কিছু টাকা দেয়।
সে কারণে কিছু লোক বিশ্বাস করে যে, এডসেন্স গুগলের র্যাংকিংকে প্রভাবিত করে।গুগলের দাবি, প্রকৃতপক্ষে গুগলের এডগুলোর কোন র্যাংকিং ক্ষমতা নেই।
এডসেন্স এড বনাম গুগল সার্চ র্যাংকিং :
লোকজনের বিশ্বাস, গুগলের এড যেখানে রয়েছে সেখানে গুগল ভিজিটর পাঠায়, এটাও সঠিক নয়। অনেক ছোট ব্লগ রয়েছে যেখানে নিয়মিত ভিজিটর জিরো। সেখানেও গুগল এড শো করে। এসব সাইটগুলোকে উন্নত করার জন্য গুগল নানা রকম পরামর্শ দেয়।
গুগল সার্চ র্যাংকিং :
অধিক ভিজিটর মানে অধিক বিজ্ঞাপন এবং ভিউ।গুগলের বিজ্ঞাপন দাতারা তাতে খুব খুশি হন।তারা পেমেন্ট করেন এই জন্য। গুগল পক্ষপাতদুষ্ট কাজ করে না। যে সব সাইটের প্রকৃত ভিজিটর রয়েছে তাদেরই র্যাংকিংয়ে অগ্রাধিকার দেয় গুগল।
অত্রএব এই ধারণা সঠিক নয় যে, এডসেন্স থাকলেই গুগল কোন সাইটকে র্যাংকিংয়ে অগ্রাধিকার দেবে। তবে র্যাংকিংয়ে এডসেন্স যে একটি পজিটিভ সিগন্যাল তা বুঝা যায়।কারণ এড হতে গুগল ও বিজ্ঞাপনদাতারা যৌথভাবে লাভবান হয়ে থাকে।
এমন দাবিকে গুগল মিথ্যা বলে উড়িয়ে দেয়।
গুগল সম্পর্কে ভ্রান্ত ধারণা:
লোকজন কি বিশ্বাস করে বা না করে, গুগল তার নিজস্ব পলিসিতে চলে। কারণ গুগল ইতোমধ্যে সে বিশ্বস্ততা অর্জন করেছে। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান( যুক্তরাষ্ট্রের) দাবি করেছিল যে,গুগল নিজস্ব এন্ড্রয়েট অ্যাপ ও তাদের প্রডাক্টগুলোকে সার্চ ফলাফলে অগ্রাধিকার দেয়।
এ কারণে ইউরোপ আমেরিকায় অনেক আলোচনা সমালোচনার পরও এডসেন্স যে, র্যাংকিং ফ্যাক্টর সে আলোচনা চলতেই থাকে।
এডসেন্স যখন র্যাংকিংয়ে নেতিবাচক সংকেত দেয়
অনেকগুলো এড কোড ব্যবহার, যত্রতত্র বিজ্ঞাপন বসানো হলে ওয়েবসাইট এর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। গুগল সৃশৃংখল ও ধীরে ধীরে বাড়া ভিজিটরকে মূল্যায়ন করে। যাকে তারা গুড ইউজার এক্সপেরিয়েন্স হিসেবে দেখে।কোন পেজে হিজিবিজি বিজ্ঞাপন প্রদর্শিত হলে গুগল সেটাকে বেড ইউজার এক্সপেরিয়েন্স হিসেবে নেয়।তার ওপর পেজ স্পিড থাকে স্লো।
যদিও গুগল নিম্চিত করে যে, একটি সাইটের সার্চ ফলাফলে( search engine results page (SERP) র ওপর এডসেন্স এর কোন প্রভাব নেই। গুগল বিশ্বাস করে যে,সারাবিশ্বের ওয়েব কন্টেন্টগুলো নিয়মিত প্রতিযোগিতা করে সার্চফলাফলে উপরে ওঠে আসে।সার্চ রেজাল্টসমূহ পক্ষপাতহীন।পেজ রেঙ্ক টেকনোলজির মাধ্যমে তারা সার্চ ফলাফল প্রদর্শন করে থাকে।
কমেন্টস
উপসংহারে বলা যায়, কোন সাইটে গুগলের এডসেন্স(google adsense) বিজ্ঞাপন(Ad) রয়েছে এবং অন্য একটি সাইটে এডসেন্সের বিজ্ঞাপন নেই। গুগলের সার্চ ফলাফলে তাতে কোন সমস্যা নেই। এডসেন্স এড কোন রকম সার্চ ফলাফলে প্রভাব বিস্তার করে না।