Real online-Income-site

পডকাস্ট ও ভিডিও নিউজ ভিত্তিক নিউজ পোর্টাল

বর্তমানে সারা বিশ্বে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে প্রতিটি এলাকায় এলাকায়, থানা, জেলা পর্যায়ে অনেকগুলো স্থানীয়, আঞ্চলিক,জাতীয় এবং আন্তর্জাতিকমানের নিউজ পোর্টাল পরিচালিত হচ্ছে। তবে ধারাবাহিক আপডেট করতে না পারা, পাঠক প্রিয়তা না পাওয়া, দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিকের অভাব এবং বিনিয়োগকারীর সংকটে বেশিরভাগ ২৪ঘন্টার নিউজ পোর্টাল বন্ধ হয়ে যাচ্ছে। মিডিয়া প্রতিষ্ঠান পরিচালনায় স্পন্সর  খুব গুরুত্বপূর্ণ বিষয়।পডকাস্ট ও ভিডিও নিউজ ভিত্তিক নিউজ পোর্টালের দিকে পাঠক ঝুকতে থাকায় সাধারণ মানের নিউজ পোর্টাল দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে।

বর্তমান বিশ্বে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিউজ পড়তে ক্লান্ত। হোক সত্য, হোক মিথ্যা বা গুজব। কিন্ত মানুষ বিশ্বস্ত ও নির্ভরশীল সংবাদের উৎস চায়। সারাবিশ্বে এখন তোড়জোড় চলছে কিভাবে সাধারণ মানুষকে সত্য সংবাদ প্রেরণ করা যায়। গুগল ফেসবুক সে জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করছে।

মানুষকে সোশ্যাল মিডিয়াগুলো অধৈর্য্যশীল বানিয়ে ফেলেছে। নিউজ পোর্টালের নিউজ পড়তে চায় না। শুনতে চায়,দেখতে চায়। আবার টিভির সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা নিউজ শুনতে ও দেখতেও বিরক্ত বোধ করছে। ব্যস্ত মানুষের সে সময় কই। মানুষ বেছে বেছে পোর্টালের পডকাস্ট ও ভিডিও নিউজ দেখে এখন।

তাই পশ্চিমা বিশ্ব এখন পডকাস্ট ও ভিডিও নিউজ ভিত্তিক নিউজ পোর্টাল তৈরিতে ব্যস্ত। বাংলাদেশ ও ভারতের নিউজ পোর্টাল পডকাস্ট ও ভিডিও নিউজ বিভাগ চালু রেখেছে সেগুলোর ভিজিটর দিন দিন হু হু করে বাড়তে শুরু করেছে।

গুগল নিউজ। এখন জনপ্রিয় একটি সংবাদ সোর্স। অনেক কিছু যাচাই বাছাই করে গুগল টিম গুগল নিউজে বিভিন্ন পাবলিশারের নিউজ প্রদর্শন করছে। গুগলের প্রবীণ তিন কর্মী মুলার, গ্যারি ইলিস এবং মার্টিন স্প্লিটের একটি দল নিউজ সাইটগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছেন। গুগল সার্চ ফলাফলে কিভাবে নিউজ সাইট (পাবলিশার) সিলেক্ট করে সে সম্পর্কে বেশ কিছু ইংগিতও দেন তারা।

এ ক্ষেত্রে নিউজ পোর্টাল গুলোর জন্য বিশেষ এসইও জরুরি। এসইও ফর নিউজ পাবলিশার, নিউজ এডিটর এবং  অনলাইন এডিটর বর্তমানে খুব দরকারি একটি বিষয়। এটাই বিশেষ এসইও।

পডকাস্ট ও ভিডিও নিউজকে বেশি বেশি পাঠকের কাছে নিয়ে যেতে সাংবাদিকদের ভূমিকা কিন্ত অবশ্যই কম নয়। সে জন্যই সাংবাদিকদের জানা প্রয়োজন What is SEO for Journalist?

এ ব্যাপারে জানতে পড়ুন : নিউজ পোর্টাল এসইও কী

 

পডকাস্ট ও ভিডিও নিউজ ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ভাষাভাষীদৈর কাছেও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ পডকাস্ট নিউজ প্রচার করে বহু পাঠক সৃষ্ঠি করেছে।সে সাথে তাদের ভিডিও নিউজও অনেক পাঠক প্রিয়। পাশাপাশি সময় নিউজ টিভি ভিডিও নিউজ অনলাইনে দিয়ে তাদের অনলাইন পোর্টালকে দেশের সেরা সাইট হিসেবে দাড় করিয়েছে। গুগল নিউজের এক নাম্বার নিউজ পোর্টাল Samoynews.tv.

তাই দেশের ও বিদেশের সকল নিউজ পোর্টালকে পডকাস্ট ও ভিডিও নিউজ ভিত্তিক গড়ে তোলা এখন পাঠকের দাবি। আসলে পাঠকই হল পোর্টালের প্রাণ। যে নিউজ পোর্টাল ওয়েবসাইটের পাঠক নেই, তার কোন দাম নেই।

Leave a Comment

Scroll to Top