দিন দিন অনলাইনে টাকা ইনকাম করার উপায় ২০২২ বাড়ছে। যদিও বাংলাদেশের কিছু ই কমার্স সাইট ফোর টুয়েন্টি( ৪২০) করে সাধারণ মানুষকে ঠকিয়েছে। এ সব ই কমার্সসাইটের সাথে ফ্রিল্যান্সার যারা আন্তর্জাতিক ও দেশিয় মার্কেট সাইট থেকে টাকা আয় করে তাদের কোন সম্পর্ক নেই। অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে বেড়েছে। যাদের শত হাজার কোটি টাকা আছে তারা শত শত হাজার কোটি টাকা ইনকাম করতে পারেন।
তবে শূন্য হাতেও কেবল প্রশিক্ষণ থাকলে অনলাইনে ইনকাম করার অনেক উপায় রয়েছে যেমন-
০১. একজন ফ্রিল্যান্সার হিসেবে ইনকাম করার উপায়
০২. বাংলাভাষার জনপ্রিয় ব্লগ বানিয়ে অনলাইনে ইনকাম
০৩. ১০০+ ফ্রিল্যান্সিং জব সাইট
০৪. আপনি কি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ খুঁজছেন?
০৬. আরও ১১ উপায়ে অনলাইনে ভাল টাকা আয় করতে পারেন
০৭.অনলাইন ইনকাম করতে কোথায় শিখবেন ফ্রিল্যান্সিং
০৮.কন্টেন্ট/আর্টিকেল মার্কেটিং কি, অনলাইন ইনকাম
অনলাইনে টাকা ইনকাম করার আও কিছু উপায় রয়েছে। যেগুলো খুব জনপ্রিয় উৎস সেগুলো উপরে আলোচনা করলাম।
আপনি যদি শিক্ষিত উদ্যমি তরুণ/তরুণি হোন তাহলে নিচের কোর্সগুলোর মধ্যে থেকে একাধিক কোর্স কমপ্লিট করে অনলাইনে আয় ইনকাম করতে পারেন।
০১. ডিজিটাল মার্কেটিং-আজকাল ফেসবুকে এই বিষয়ে ব্যাপক প্রচারণা চলছে। ডিজিটাল মার্কেটিংএ দক্ষদের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। কাজটি খুব সহজ তরুণদের জন্য।
০২.সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)
০৩. সোশ্যাল মিডিয়া মার্কেটিং(SMM)
০৪. সিপিএ মার্কেটিং(CPA Marketing)
০৫. অ্যাফিলিয়েট মার্কেটিং
০৬. আউটসোর্সিং /ফ্রিল্যান্সিং
০৭. ওয়েব ডিজাইন
০৮. ইমেইল মার্কেটিং
০৯. ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
১০. Woo commerce Development
১১. ওয়েব ডেভেলটমেন্ট(পিএইচপি এবং মাই এসকিউএল)
১২. Android App Development
১৩. গ্রাফিক্স ডিজাইন
১৪. ভিডিও এডিটিং এবং ইউটিউব মার্কেটিং
১৫. গুগল এডসেন্স
১৬. ওয়েব রিসার্চ ও ডাটা এন্ট্রি
১৭. অটোক্যাড ২ডি ৩ডি ম্যাক্স
উপরের ট্রেনিংগুলো ভালভাবে করলে আপনার অনলাইনে ইনকাম বা আয় করা কেউ ঠেকাতে পারবে না।বেকারত্ব দূর করার লক্ষ্যে আউটসোর্সিংওয়েতে বৈদশিক মুদ্রা আয় করার জন্য আজই প্রতিজ্ঞাবদ্ধ হোন। ঘরে বসে অনলাইনে পার্ট টাইম অথবা ফুলটাইম ক্যারিয়ার গড়তে টানা ছয়মাস দৈনিক ৪/৫ঘণ্টা সময় প্রশিক্ষণের জন্য ব্যয় করুন। ইনশাআল্লাহ আপনি ব্যর্থ হবেন না।
মনে রাখবেন যে, ঘরে বসে হাজার হাজার টাকা অনলাইন ইনকাম বা অনলাইনে আয় করার সহজ উপায় বলতে কিছু নেই। আছে টাকা ইনকাম করতে অনেক সময় পেরিয়ে যাবে। এক দু পয়সা করে করে টাকা বানাতে পারবেন। এটা অবশ্যই কলুরবলদ এর কাজ।
অতএব, হয়রানী বা পেরেশানী থেকে বাঁচতে আউটসোর্সিংওয়ে ডটকম এর আর্টিকেলগুলো একটু চোখ বুলিয়ে নিলেই সঠিক ও সহজ আয়ের পথ পেয়ে যাবেন আশা করি।
আর্টিকেলটি ভাল লাগলে লাইক দিন ও শেয়ার করুন।