ঘরে অলস বসে আছেন? হাতেযথেষ্ট সময় থাকে? বর্তমান আয়ে আপনি সন্তষ্ট না? ভবিষ্যত নিয়ে চিন্তিত আপনি? ঠিকমত চেষ্টা করলে মাত্র কয়েক মাসে আপনিও অনলাইনে ইন্টারনেট থেকে আয় করতে পারেন।
কোন অফিসে বসে চাকরি করে টাকা উপার্জন যেমন কষ্টের তেমনি অনলাইনে আয়ও।ইন্টারনেট ইনকাম একেবারে পান্তভাতও না।
অনলাইনে আয়ের বিভিন্ন উপায় রয়েছে। তারমধ্যে সেরা ও গ্যারান্টেড উপায় হলো outsourcing ও Freelancing।
আসুন জেনে নেই
আউটসোসিং কী ?
কোম্পানীর খরচ না বাড়িয়ে বা হ্রাস করে তৃতীয় কোন মাধ্যম বা ব্যক্তিকে দিয়ে কাজ করিয়ে নেয়াই হল মূলত আউটসোর্সিং। এখানে ৩য় ব্যক্তিই হলেন ফ্রিল্যান্সার। তিনি কম সময়ে নির্দিষ্ট টাকার বিনিময়ে দ্রুত কাজটি করেন।
ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং এর কাজ কী?
ফ্রিল্যান্সিং একটি স্বাধীন ব্যবসা বা পেশা। একটি বেসিক সংজ্ঞা। মূলত, ফ্রিল্যান্স জব হ’ল এক ব্যক্তি যেখানে কোম্পানির চেয়ে বরং নিজের জন্য কাজ করে। ফ্রিল্যান্সাররা সংস্থাগুলি এবং সংস্থাগুলির জন্য চুক্তির কাজগুলি গ্রহণ করার পরে তারা চূড়ান্তভাবে স্ব-কর্মসংস্থান করে।
আপনার মেধা ও শ্রমই হলো অনলাইনে আয় করার মূল পূঁজি।
আমাদের প্রবন্ধগুলো পড়ুন। অনেক কিছুই জানতে পারবেন। কাজ শুরু করতে করতে পারবেন।
০১. ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, কিভাবে শিখবো, পূর্ণাঙ্গ গাইড লাইন
০২. আউটসোর্সিং : কী, কাকে বলে, কিভাবে শুরু করবো
প্রশ্ন তুলতে পারেন লাভ কি?
আমাদের প্রবন্ধগুলো পড়লে অনলাইনে আয় শুরু করতে গিয়ে অযথা সময় ও টাকা নষ্ট হবে না। সঠিক পথের সন্ধান পাবেন।
মনে রাখবেন বাস্তবে কাজ শিখে আয় শুরু করা আর থিউরি পড়ে আয় করার মধ্যেও অনেক পার্থক্য থাকে।
অনলাইনে আয় করতে হলে আপনাকে জানতে হবে বেশ কিছু নিয়ম কানুন।তবে ভাল ইংরেজি জানলেতো কথাই নেই।
রাজধানী ঢাকায় অনেক প্রতিষ্ঠান। সবাই নানান প্রতিশ্রতি দিয়ে সে সব প্রতিষ্ঠান খুলে বসেছে।
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সঠিকভাবে আউটসোর্সিংয়ের বিভিন্ন কোর্সগুলি শেখান। আপনাকেই যাচাই বাছাই করে বের করতে হবে কোন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সেরা। সেখানে কারা ট্রেনিং দেন।ট্রেনিংয়ের পরে পরামর্শ সেবা আদৌ তারা দেন কিনা। কারণ বাস্তবে কাজ করতে গেলে প্রতিদিনই আপনাকে কোন না কোন সমস্যার সম্মুখিন হতে হবে।মনে রাখবেন কোয়ালিটি পূর্ণ, কর্ম ও বৃত্তিমূলক কোর্স বা প্রশিক্ষণ আপনাকে অনলাইনে আয়ে প্রতিষ্ঠিত করতে সহায়তা দেবে।কোথায়শিখবেন এ নিয়ে দুচিন্তায় পড়েছেন? আর ভাবনা নয় নিচের প্রতিষ্ঠানগুলো থেকে সেরা প্রতিষ্ঠানটি বেছে নিন।
01. advanceitcentre.com
02. bcc.gov.bd
03. repto.com.bd
04. nshamim.com
05. outsourcingwall.com
06. codingcentrebd.com
07. beconit.org
08. 5rsolution.com
09. fiversolution.com
10. masterdesignbd.com
11. websitesolutions.com.bd
12. projuktirpathshala.com.bd
13. mediabangladesh.net
14. uttarainfotech.com
15. softbangla.com
16. zaman-it.com
17. outsourcingtrainingcenter.com
18. nexttechltd.com
19. clickbd.com
20. eshikhon.com
এ সমস্ত প্রতিষ্টানে ফ্রিল্যান্সিং কোর্স করে আপনিও অনলাইনে ইনকাম করতে পারেন সহজে। তবে দু সপ্তাহের কোর্স করে কখনও ভাল ফ্রিল্যান্সার হতে পারবেন না।
উপরের অনেকগুলো প্রতিষ্টানের তালিকা দিলাম। যাচাই বাছাই করুন কোনটি কেমন সাপোর্ট দেয়, কাদের সুনাম বেশি।
আরো জানুন: ব্লগ / ওয়েবসাইট বানিয়ে অনলাইনে ইনকাম করবেন যেভাবে