কী ওয়ার্ড নির্বাচনে যাদুর ছোয়া!

0

খবরের ভেতরে যেমন খবর থাকে তেমনি কী ওয়ার্ডের ভেতর থাকে কী ওয়ার্ড।
কীওয়ার্ড রিসার্চ করে এমন একটি সাইট আপনাদের কাছে তুলে ধরবো যেটি ডিমপারা মুরগি কেনার মত লাভবান হবেন।

গুগল, সেমরাস ঘাটাঘাটি করে কিংবা অন্যকোন সফটওয়ারের সাহায্য নিয়ে তৈরি করা কী ওয়ার্ড নিয়ে আপনাকে আর টেনশান করতে হবে না।
কোন ব্লগ বা ওয়েব সাইটের জন্য কনটেন্ট লিখবেন? কী ওয়ার্ড নিয়ে ভাবছেন? কী ওয়ার্ড নিয়ে ভাবনা আর না আর না। কনটেন্ট এর এসইও! একদম সহজ।
সার্চ তালিকা সামগ্রী আপনার বা আপনার ক্লাইন্টের ব্যবসাকে দিন দিন বৃদ্ধি করতে থাকবে।

SEO কাকে বলে? এই সাইটটি একবার ভিজিট করেই দেখুন আপনার চোখ কপালে উঠে যাবে!শুধুমাত্র সাইটের মূল কী ওয়ার্ডটি কি তা জানলেই হবে আপনার।
কি লিখবেন? ভাবছেন, নাকি খুঁজে পাচ্ছেন না বিঁষয় ? আপনার ব্লগ বা ওয়েব সাইট আছে ?থাকলে কি কীওয়ার্ড? আপনি হয়তো জানেন না,আপনার পাঠক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।তাদের কাছে টানা একদম সহজ। এই নিবন্ধ পড়া শেষে একটি ওয়েব কনটেন্টে ভিজিটর বা ট্রাফিক পেতে খুব সহজ এক পথ খুঁজে পাবেন যা আগে হয়তো আপনি ভাবেন নি।

মূলত কনটেন্ট লেখার কী ওয়ার্ড খুঁজে বের করে দেয়ার আলোচ্য ওয়েব সাইটটি ভিজিট করলে আপনি জানতে পারবেন..
• ভাইরাল কী ওয়ার্ড কি!
• আপনার কী ওয়ার্ডকে নতুন পথে পরিচালিত করার পথ
• বের করে নিন কী ওয়ার্ডের ভেতরের অজানা কীওয়ার্ড
• লুকিয়ে থাকা নিস, পেয়ে যান অগানিক ভিজিটর
• সীমাহীন ধারণা নিয়ে বছর ব্যাপী কনটেন্ট লেখার ক্যালেন্ডার তৈরি করুন
• হ্যা! কী ওয়ার্ড হবে অবশ্যই অর্থপূর্ণ
• কাজ যেটি করবেন সেটিই সঠিকভাবে করার সিদ্দান্ত নিন
• মনে রাখবেন উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই
• ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত সার্চ ডাটা দিয়ে জনপ্রিয় ও লাভজনক কনটেন্ট তৈরি করে গুগল সার্চের ফলাফলে প্রথমপাতায় থাকুক আপনার কীওয়ার্ড, কনটেন্ট।

এ সম্পর্কে জানতে পড়ুন : যে নিয়মগুলো অনুসরণ করলে আপনার পোস্ট ভাইরাল হবেই

সময় বাঁচান।কনটেন্ট লিখতে দিন সপ্তাহ অপচয় হ্রাস করুন। একক কী ওয়ার্ড দিয়ে ইউনিক আর্টিকেল লিখুন আর পেয়ে যান প্রতিদিন নতুত নতুন শত শত পাঠক বা ভিজিটর।

প্রতি ২৪ ঘন্টায় মানুষ ৩বিলিয়ন বার বা তার চেয়েও বেশি গুগলে সার্চ করে নানা বিষয়ে। তার মধ্যে ২০% বিষয় থাকে নতুন। যেগুলো নিয়ে অতীতে কেউ লিখে নি বা সার্চ করে নি। নতুন কিছু খুঁজছে যে ২০% ট্রাফিক তারাই হতে পারে আপনার ভিজিটর!
নতুন নতুন কীওয়ার্ড, ট্রাফিক পাওয়া- এসব সম্ভব ANSWERTHEPUBLIC dot com—এ।

লিংকে ক্লিক করে ভিজিট করলেই পাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না! ভিজিট করেই দেখুন, লাভ হয় কি না?

Leave A Reply