একটা ফ্রি ওয়েবসাইট বা ব্লগ বানিয়ে প্রতিদিন আপনি যদি ইচ্ছেমত পোস্ট লিখে যান,বা একটা ইস্যুতে লিখতে থাকেন কিংবা প্রতিদিন ছবি আপলোড করেন তাহলে দ্রুত আপনার ব্লগটি আয় দিতে শুরু করবে। যা ইন্টারনেট ইনকাম বা অনলাইনে আয় হিসেবে পরিচিত।
গাভীর যেমন যত্ন নিলে দুধ পাওয়া যায় তেমনি ব্লগ থেকেও আয় করা সহজ। একটু ধৈয্য ধরে টানা ৫/৬মাস পোস্ট লিখুন আর গুগলের এড পেতে চেষ্টা করুন। তাহলে আপনার ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন হাজারো ডলার।
তবে ব্লগ ওয়েবসাইটটিকে গুগলের সার্চ রেজাল্টে প্রথমে আনতে পারলে আপনার ইনকাম কেউ ঠেকাতে পারবে না।
হোক বাংলা বা ইংরেজি ভাষার ব্লগ। তাতে কি।লিখতে থাকুন। বাংলা ভাষার ব্লগ হলে প্রতিযোগিতা কম হবে।
গুগল আপনাকে ফ্রিতে বিজ্ঞাপন দেবে।
বাংলা ভাষার সাইট গুলো শুধু যারা বাঙালি তারাই ভিজিট করে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙ্গালীরা আপনার পাঠক হবে। সে সাথে বিজ্ঞাপন থেকে আসতে থাকবে অনলাইনে আয়।
অন্যদিকে ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, সেহেতু আপনার ইংরেজী ব্লগ সাইট বিশ্বের বিভিন্ন দেশ হতে ভিজিটর পেয়ে যাবেন। ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে যদি আপনার সাইটটি কেউ ভিজিট করে এবং সাইটটির বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে আপনার ইনকাম ডাবল হয়ে যাবে।
আপাতত ফ্রিতে ব্লগ বানিয়ে নিন। পরে না হয় রেজিষ্ট্রেশন করবেন ডোমেইন নেম।
ফ্রিতে ব্লগ বানাতে ভিজিট করুন :
০১.WordPress (Self-Hosted)
০২. Wix
০৩.WordPress.com
০৪.Weebly
০৫.Medium
০৬.Blogger
০৭.Ghost
০৮.Tumblr
০৯.Joomla
১০. Yola