আপনি কি শিক্ষিত গৃহবধূ। সম্প্রতি লেখা পড়া শেষ করে চাকুরির সন্ধান করছেন।ইন্টারনেটের বদৌলতে বাংলা ও ইংরেজীতে আর্টিকেল লিখে আপনিও ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন। চাকুরির সমান আয় না হলেও অন্তত ফোন ও ইন্টারনেট চালানোর খরচতো আসবে।আর্টিকেল সাবমিট করতে ফ্রিল্যান্সিং জব সাইট বা আর্টিকেল সাইটগুলোতে কোন খরচ নেই। একদম ফ্রি। বরং আপনার আর্টিকেলের জন্য টাকা পাবেন।
কিছু দেশি বিদেশি ওয়েব সাইটের জন্য ইংরেজী ও বাংলা আর্টিকেল বা নিবন্ধ প্রয়োজন।আপনি যদি এ ক্ষেত্রে দক্ষ হোন তাহলে স্যাম্পল আর্টিকেল পাঠান এই ঠিকানায়: [email protected].
পছন্দ হলে বা গ্রহণযোগ্য হলে পেমেন্ট অবশ্যই পাবেন।তবে বিকাশে।
নতুন আর্টিকেল বা প্রবন্ধ নিজে লিখে (Unique Article) কমপক্ষে ৭০০ শব্দের প্রতিটির জন্য ৮০টাকা পাবেন। ইংরেজীতে অনুবাদ হলে লেখা নিজের মত করে সাজাতে হবে।
অনুবাদকৃত আর্টিকেল বা প্রবন্ধ , হুবুহু অনুবাদ করা যাবে না।নিজের মত বানিয়ে নেবেন। এ ক্ষেত্রে পেমেন্ট পাবেন ৬০টাকা মাত্র।
বানান ও সেনটেন্সগুলো যেন নির্ভূল হয়।
পড়ুন : অনলাইনে আয় করতে যেভাবে আর্টিকেল/কন্টেন্ট লিখবেন
আর্টিকেল হতে হতে হবে————–
১) এসইও পজিটিভ ( এসইও কি জানতে ক্লিক করুন)
২) কী ওয়ার্ড ডেনসিটি ঠিক থাকতে হবে
৩) উন্নতমানের বাক্যগঠন বা Standard Writing হতে হবে।
৪) সাবলিল পঠন, সহজে বোধগম্য এবং আকর্ষনীয় বাক্য
৫) প্রতিটি প্যারা এমন হবে যে পাঠক অবশ্যই যাতে পরবর্তী প্যারা পাঠের জন্য উৎসুক হন
৫) সর্বপরি উন্নতমানের আর্টিকেল।
কপি পেস্ট/নকল /স্পিনিং করা আর্টিকেল গ্রহণযোগ্য নয়।
আর্টিকেল লেখার নিয়মাবলী জানেনতো, তারপর ও বলে রাখি …
১) প্রবন্ধ লেখার পূর্বে অবশ্যই হেডলাইন, সাব হেডলাইন ও কিওয়ার্ড কি হবে ভেবে নিতে হবে।
যেমন আমার কিওয়ার্ড অনলাইনে আয়।
যেমন : আমার প্রস্তাবিত আর্টিকেলের হেড লাইন হতে পারে যে-” যে ৫১ উপায়ে আপনি ঘরে বসে আয় করতে পারেন”।
২) আর্টিকেলের ভূমিকা হবে খুবই চমৎকার। যাতে পাঠক প্রবন্ধের বাকি অংশ পড়তে আগ্রহী হন।
৩) প্রবন্ধ সাবলীল ভাষায় লিখতে হবে। খুটি নাটি বিষয়গুলো ব্যাখা উদাহারণ দিয়ে বুঝিয়ে লিখতে হবে।যাতে পাঠকের কাছে দুবোর্ধ্য না হয়। পাঠকের মনে বিরক্তি না আসে।
৪) কিওয়ার্ড যেন ৪/৫ বার ব্যবহৃত হতে হবে।
৫)ছোট ছোট প্যারাগ্রাফ পাঠককে সহজে আকৃষ্ট করে। এ কথাটি মনে রাখতে হবে।
৫)প্রধান হেডিংকে H1 , ক্যাটাগরি হেডিং কে H2 এবং সাব হেডিংকে H3 দিতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়কে বোল্ড ও আন্ডার লাইন করে দিতে হবে।
৬) আর্টিকেলকে বড় করার চেষ্ঠা করতে হবে।
আর্টিকেল বিষয়ক এই লেখাটি অবশ্যই পড়বেন–যে নিয়মগুলো অনুসরণ করলে আপনার পোস্ট ভাইরাল হবেই
অনলাইনে সবচেয়ে বেশি আয় করে অর্থাৎ ইন্টারনেট থেকে আয় পায় বিশ্বের কোন কোন ওয়েব সাইট জানেন কী।এসব ওয়েবসাইটের মালিকরা বিন্ত আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কোন কাজই করেন না। তবে দৈনিক ভিজিটর বেশি হওয়ায় তারা প্রতিমাসে লক্ষাধিক মার্কিন ডলার আয় করে থাকেন।এসব ওয়েব সাইটের প্রতিমাসে এককোটিরও বেশি ইউনিক ভিজিটর রয়েছে।এ রকম একটি ওয়েবসাইটের আন্তর্জাতিক বাজারে বিক্রয় মূল্য প্রায় ১৫মিলিয়ন মার্কিন ডলার।
বেশি ভিজিটর বেশি অনলাইন ইনকাম
অনলাইনে আয় করার সেরা ওয়েব সাইটগুলোর একটি তালিকা নিন্মে তুলে ধরা হলো:
২৫ সেরা ওয়েব সাইট যে গুলো সবচেয়ে বেশি অনলাইনে আয় করছে
র্যাংক | ওয়েব সাইট | মালিক | মাসিক আয় | প্রধান আয় |
1 | The Huffington Post | Arianna Huffington | $2,330,000 | Pay Per Click |
2 | Techcrunch | Michael Arrington | $800,000 | Advertising Banners |
3 | Mashable | Pete Cashmore | $600,000 | Advertising Banners |
4 | Perez Hilton | Mario Lavandeira | $450,000 | Advertising Banners |
5 | Noupe | The Blonde Salad | $200,000 | Private Advertising |
6 | Smashing Magazine | Vitaly Friedman | $190,000 | Advertising Banners |
7 | SmartPassiveIncome | Pat Flynn | $153,000 | Affiliate Commissions |
8 | Timothy Sykes | Timothy Sykes | $150,000 | Affiliate Sales |
9 | Tuts Plus | Collis Ta’eed | $120,000 | Membership Area |
10 | Life Hacker | Gina Trapani | $110,000 | Advertising Banners |
11 | Gothamist | Jake Dobkin | $110,000 | Pay Per Click |
12 | Tuts Plus | Collis Taeed | $110,000 | Membership Area |
13 | Venture Beat | Matt Marshall | $100,000 | Pay Per Click |
14 | Slash Gear | Ewdison Then | $80,000 | Pay Per Click |
15 | Car Advice | Alborz Fallah | $70,000 | Advertising Banners |
16 | Life Hacker | Nick Denton | $60,000 | Advertising Banners |
17 | Dooce | Heather B. Armstrong | $50,000 | Pay Per Click |
18 | Steve Pavlina | Steve Pavlina | $45,000 | Pay Per Click |
19 | Talking Point Memo | Joshua Micah Marshall | $45,000 | Advertising Banners |
20 | Problogger | Darren Rowse | $40,000 | Advertising Banners |
21 | Kotaku | Nick Denton | $32,000 | Advertising Banners |
22 | Expert Photography | Joshua Dunlop | $30,000 | Product Sales |
23 | Shoemoney | Jeremy Schoemaker | $30,000 | Private Advertising |
24 | Coolest Gadgets | Allan Carlton | $30,000 | Advertising Banners |
25 | Incomediary | Michael Dunlop | $20,000 | Content Mrktg |
- এই সাইটগুলো ভালভাবে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন অনলাইনে আয় করার নিশ্চিত উপায়।
- ইন্টারনেট থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে আয় করছে।
- অনঅনলাইনে আয় করার নির্ভরযোগ্য উপায় সমূহ।
* ঘরে বসে অনলাইনে কিভাবে আয় করা যায়
- মহিলারা ঘরে বসে ইন্টারনেট থেকে আয় করতে পারে
- একটি ওয়েবসাইট হতে পারে আপনার সারা জীবনের স্থানী বৈদশিক মুদ্রা আয়ের পথ
* নিজের ওয়েব সাইট দিয়ে টাকা আয় করবেন কীভাবে
- মোবাইল দিয়ে টাকা আয় করার সহজ পথ
* অনলাইনে ইনকাম করার সুযোগ
*কিভাবে অনলাইনে আয় করবেন
* বাংলাদেশ থেকে অনলাইনে আয় করার উপায়