আউটসোসিং কাজ করার নির্ভরযোগ্য ও নিয়মিত পেমেন্ট করে এমন সাইটগুলো বেশির ভাগই বিদেশি।ভাষাও ইংরেজি,জাপানীজ অথবা চীনা।ফরাসী ভাষারও সাইট রয়েছে।কিন্ত বাংলা ছাড়া যারা অন্যভাষা বুঝেন না তাদের জন্য এসে গেল দারুন এক সুখবর।বাংলা ভাষার প্রথম ফ্রিল্যান্সিং সাইট কাজ কী ডটকম। বেকার তরুণরা কাজ জানে।কিন্তু ভাষাগত সীমাবদ্ধতার কারণে তারা এতদিন কাজ করার সুযোগ পাচ্ছিল না। তাদের জন্যই ‘কাজ কী ডটকম’. এই ওয়েব সাইটের মাধ্যমে যেসব কাজ বেশি করা হচ্ছে তার মধ্যে রয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এবং প্রমোশনাল ভিডিও।
‘কাজ কী ডটকম’ প্লাটফর্মের মাধ্যমে কেউ কেউ মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছে।এতদিন আউটসোর্সিং দেশে বসে বিদেশের কাজ করার বিষয়টি বুঝাত।এই ধারণায় পরিবর্তন এনেছে‘কাজ কী ডটকম’।ফ্রিল্যান্সাররা এ সাইটের মাধ্যমে দেশের অনেক কাজও করতে পারছে সহজেই।এভাবে দেশের টাকা থাকছে দেশেই। কারণ এতদিন আমাদের দেশের অনেক কাজ বিদেশি ফ্রিল্যান্সাররা করত।‘কাজ কী ডটকম’ সাইটে এখন ২০ হাজারের বেশি ফ্রিল্যান্সার কাজ করছে।২০১৮ সালের অক্টোবর মাসে এর কার্যক্রম শুরু হয়। তবে আনুষ্ঠানিক যাত্রা জানুয়ারি থেকে।কাজ কীতে ফ্রিল্যান্সার,নিয়োগ কর্তা বা এমপ্লয়ার উভয়ে একাউন্ট করে কাজ করতে পারবেন। এই সাইটে নিবন্ধন করতে কোনো ফি দিতে হয় না। এখানে যার যে দক্ষতা আছে সেসব তথ্য ক্যাটাগরিতে ফিলাপ করে সাবমিট করে দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারে। এখানে আগের অভিজ্ঞতার তথ্যও তুলে ধরা যায়।একজন ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের ওইসব তথ্য দেখেই তাকে কাজ দেয়।
জব ক্যাটাগরি: ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট,গেম ডেভেলপমেন্ট,সফটওয়ার ডেভেলপমেন্ট,ডাটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন,ভিডিও এনিমেশন,ভার্চুয়াল এসিসটেন্ট,কাষ্টমার কেয়ার, ডিজিটাল মার্কেটিং,আর্টিকেল লেখা,সেলস,এসইও,মিউজিক ভিডিও, অডিও ও সেলস।
Outsourcingway.com আশা করছে কাজ কী ডটকম দ্রত আরো সমৃদ্ধি ও সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে।এতক্ষণ যে সাইটটির কথা বলছিলাম সেই সাইটটি ভিজিট করতে ক্লিক করুন এখানে……Kajkey.com