বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। তার মানে জনশক্তির বিশাল মার্কেট রয়েছে এখানে। এদেশের তরুণ ও যুব সমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে তোলা গেলে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতি ঠেকায় কে। আশা করা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বাংলাদেশে অনলাইনে আয় খুব অল্প সময়ে বৈদশিক মুদ্রা অর্জনে পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। আমাদের আজকের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং চট্টগ্রামে কোথায় শিখবেন, কী শিখবেন(2023)।
চট্টগ্রামে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ভাল কোন কোন প্রতিষ্ঠান শেখায় তা উল্লেখ করার আগে কিছু কথা বলতে হয়।
বর্তমান সরকার ও বিভিন্ন বেসরকারি উদ্যেক্তা সে লক্ষে আইটি সেক্টরে প্রতিনিয়ত বিদেশি ও দেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছেন।
বলা প্রয়োজন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন আয়ের দেশ। কয়েকলক্ষ ২০ থেকে৩০ বছর বয়সী তরুণ যুবক অনলাইনে আয় করার জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে। মধ্যবয়সীরাও বসে নেই। রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে ইন্টারনেট ইনকাম করার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।
এখন ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং(Freelancing) এবং আউটসোর্সিং(Outsourcing)বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়।বিশেষ করে তরুণ ও যুবকদের নিকট খুবই পছন্দের বিষয়। পড়ালেখা শেষ করে অথবা লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। যা উচ্চ শিক্ষা অর্জনে আপনাকে আর্থিক সাপোর্ট দেবে।
যদি অনলাইনে আয় করা আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে ফ্রিল্যান্সিং(Freelancing) এবং আউটসোর্সিং(Outsourcing) শেখানো হয় এমন ভাল মানের প্রতিষ্ঠানের নিকট আপনাকে প্রশিক্ষণ নিতে হবে।
প্রতিষ্টান যাচাইকালে জেনে নেবেন….
১)যেখানে ভর্তি হবেন সে প্রতিষ্ঠানের সুনাম কেমন
২)কারা প্রশিক্ষণ দিচ্ছেন
৩)অতীতে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের অবস্থা কি
৪)প্রশিক্ষণ চলাকালীন ও প্রশিক্ষণ শেষে কাজ পেতে ও আয় করতে প্রতিষ্ঠানটির পক্ষে কেমন সাপোর্ট দেয়া হচ্ছে।
৫)সম্ভব হলে বর্তমান ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে মতবিনিময় করুন।
৬)প্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার পরিবেশ,পর্যাপ্ত লেকচারশিট দেওয়া হয় কিনা যাচাই করে নিন।
Outsourcing and Freelancing in Bangladesh.
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং জব, আয়, ফ্রিল্যান্সিং করার আগে যা জানা উচিত, যদি ফ্রিল্যান্সার হতে চান, সবার আগে সিদ্ধান্ত নিন কী শিখবেন এবং কেন শিখবেন?
কোর্সটি করে কি রকম আয় করা যায় সে সম্পর্কে আইডিয়া নিন।
ধৈর্য্য,সময়,শিখার আগ্রহ কেমন তা বিবেচনা করে কোর্স নির্বাচন করুন।যথাযথ প্রশিক্ষণ পেলে কাজ পাবেন,আয়ও করতে পারবেন।ধৈর্য্য ধরে পরিপূর্ণভাবে কাজ শেখার চেষ্ঠা করুন।অন্যরা পারলে আপনি কেন নয়।
আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট হন তাহলে আপনার জন্য
০১. Web Design
০২. Web Development
০৩. Graphic Design
০৪. Blogging and Affiliate Marketing
০৫. Search Engine optimization(SEO) & Social Media Marketing( SMM)
০৬. WordPress
০৭. YouTube Marketing
০৮. CPA Marketing
০৯. Article Writing
১০. Email Marketing
উপযুক্ত কোর্স বলে মনে করি।
আরও পড়ুন : ঢাকায় অনলাইনে আয় করতে কোথায় শিখবেন ফ্রিল্যান্সিং
আপনার বয়স যদি ৩০-৪০ বছর হয় তাহলে ১,৪,৫, ও১০ নং কোর্স করতে পারেন।
আর ৪০-৫৫বছর বয়স হলে ১০,৮,৯,৪ কোর্সগুলো শিখতে পারেন।বয়সের ভার,শরীরের চাপ, মানসিক অবস।তা সব কিছু তৈরি থাকতে হবে প্রশিক্ষণ ও পরবর্তীতে কাজ করার জন্য।
ফ্রিল্যান্সিং(Freelancing) এবং আউটসোর্সিং(Outsourcing)শেখার জন্য হ্যা চট্টগ্রামের সেরা ও ভাল মানের প্রতিষ্টান বলতে যে কোনটি আপনি বেছে নিতে পারেন ..এখানে জনপ্রিয় ও মান সম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হলো ।
ঐ যে বললাম আগে প্রতিষ্ঠান ও প্রশিক্ষক সম্পর্কে যাচাই বাছাই করুন- না হলে শেষতক বলবেন অনলাইন ইনকাম বা অনলাইনে আ্য় বোগাস।পড়তে খাকুন সফল ফ্রিল্যান্সারদের কাহিনী।অনুপ্রাণিত হবেন অবশ্যই।
চট্টগ্রামে ফ্রিল্যান্সিং শেখার সবথেকে ভালো প্রতিষ্ঠান
(১) CREATIVE IT INSTITUTE (ISO Certified Company)
ঢাকার জনপ্রিয় এই প্রতিষ্ঠানের রয়েছে চট্টগ্রামের চকবাজারে শাখা।
Courses
- Professional Graphic Design. Duration:6 Months
- Motion Graphics & Visual FX
- UI/UX Design
- Professional 3D Animation
- Interior design
- Responsive Web Design
- Professional Web Development
- Android App development with kotlin
- MERN Stack Development
- Front –End Development with React
- Networking Rechnology
- Cyber Security, Duration: 4 Months
- Blockchain Technology
- Python with machine Learning
- Digital Marketing, Duration:6 Months
- Professional Video Editing, Duration: 3 Months
Contact: 9 No,Kapasgola Road,ChawlkbazarTelepotti mor, Chattogram-4203, Mobile: 01990-779 999,01847 422 978
চট্টগ্রামে ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান
(২) BECONIT–
ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার হিসেবে সুনাম রয়েছে।সেখানে পরবর্তী সাপোর্ট দেয়া হয় বলে জানা গেছে।
এখানে Freelancing কাজ সম্পর্কিত কোর্স সমূহের মধ্যে Outsourcing and Digital Marketing(SEO), Creative Graphic Design, WebDesign, Web Development এবং Android Apps Development অন্যতম।
ঠিকানা: BECONIT , House#83,Road#7, OR Nizam Road, GEC,Chittagong(Chattogram). Call : 031-652237,01860602020. Mail: [email protected] শুক্রবার ছাড়া প্রতিদিন যোগাযোগ করতে পারেন।তাদের রয়েছে ১০ হাজারের বেশি ছাত্রছাত্রীর রেকর্ড।
Website: বিকন আইটি
(৩) BASIS Institute of Technology & Management (BITM)
R.I Tower (4th Floor), 23/A M M Ali Road, Golpahar Circle (Beside Evergreen Health Center), Mehedibag, Chittagong.
Contact Number: +8809612342486 Ext: 220 (from 9:30am – 5:00 pm)
Email address: [email protected]
Courses
ক) Graphic design
খ) Web Design
গ) Digital Marketing
ঘ) Android Phone Apps Develop
ঙ) Video Editing
চ) Affiliate Marketing
ছ) MGAP- (Master in Graphic and Animation Program)
WEBSITE : BASIS Institute of Technology & Management (BITM)
(৪) চট্টগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তর
সরকারি এ প্রতিষ্ঠানটি ফ্রিল্যান্সিং(Freelancing) এবং আউটসোর্সিং(Outsourcing)প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে।কোর্সের মেয়াদ ২ মাস।
(৫) OUTSOURCING INSTITUTE, Chittagong
Chittagong Office Address: AK Center,5th Floor, Beside Sanmar Ocean City, GEC, Ctg.
চট্টগ্রামে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং শেখার জন্য সবচেয়ে ভালো ওয়ানস্টপ সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান
(৬) JL outsourcing
They offer outsourcing and freelancing training courses with the best. They provides all online and offline job enhancement training courses.
Their notable courses:
outsourcing, freelancing, web design, web design and development, ecommerce websites, web designing, graphics designing course, outsourcing training, freelancing course. They are very good Org.
Ramna Housing, North Agrabad, Halishshar. Chittagong 4225,Bangladesh.
CALL TO : Mobile number:+8801620434246, Imo, Whatsapp:+8801936236615
৭. Bangladesh Computer Council(BCC)
(সরকারি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে)
Regional Office, Chittagong
IEB Building (3rd floor), S S Khaled Road, Chittagong-4000
Phone:031-633113
e-mail: [email protected]
Web: chittagong.bcc.net.bd
Training Courses:
*Diploma in Information and Communication Technology (DICT)
*Diploma in Graphic Design & Multimedia Technilogy(DGMT) *(1)
*Diploma in Website Design and Web Application Development(DWAD) *(1)
*Website Design, Development and Outsourcing Technique for Beginners
*Download course application form for regular courses.
কোর্স ও প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন : Bangladesh Computer Council(BCC) (সরকারি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে)
০৮. IT Career Solution, Chittagong
Courses :
Digital Marketing
Motion Graphics
Web Development
Graphic Design
194/205 Abdul Motaleb Market (3rd Floor) Gulzar Moor Chawkbazar,
Chittagong, Bangladesh +880 1821-511743
website: IT Career Solution,Chittagong
লোহাগাড়া(চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যারা ফ্রিল্যান্সিং শিখে অনলাইনে আয় করতে চান,
তাদের জন্য
ARAFAT IT INSTITUTE
প্রফেশনাল ফ্রিল্যান্সার মোহাম্মদ আরাফাত হোসেন নিজেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক ।গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে আয় করার দক্ষতা অর্জন ও পদ্ধতি শিখতে এই প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইন শিখানো হচ্ছে।সময়কাল:৫ মাস।মোট ক্লাশ সংখ্যা:৬০টি।
সফটওয়্যার: PowerPoint, Adove Photo shop, Adove Illustrator, Adove InDesign.
উপরের ফটওয়্যার ব্যবহার করে শিখানো হবে Glamour Retouch, Animated Banner design, Business Card Design, Drawing & Sketching,Logo Design, Illustration, Flyer Design, Brand design, Brochure Design,Logo Concept, T-shirt Design and Such.
শুধু গ্রাফিক ডিজাইন শিখলেতো আপনার পকেটে টাকাতো আপনা আপনি এসে ঢুকে যাবে না। এই জন্য চাই ফ্রিল্যান্সিং শিখা।
আসল কাজ যখন শিখেই ফেলেছেন, এবার অনলাইনে আয় করার নিয়মাবলী জানলে টাকা আপনার পকেটে আসবেই।
ফ্রিল্যান্সার মোহাম্মদ আরাফাত হোসেন জানিয়েছেন, কোর্সে একই সাথে অনলাইন মার্কেটের সাথে পরিচয়,লাইভ প্রজেক্ট,কনটেস্ট করা,বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয় তা শেখানো, মার্কেটিং, প্রজেক্ট প্রেজেন্টেশন করা, ফেসবুক ও টুইটার মার্কেটিং, ফাইভার মাস্টার ক্লাস, ফ্রিল্যান্সার .কম থেকে কিভাবে ব্যাংকে টাকা নিয়ে আসবেন, ফাইভার থেকে কিভাবে টাকা উঠাবেন, Payoneer অ্যাকাউন্ট করাসহ যাবতীয় বিষয় নিয়ে ক্লাশ থাকবে।
যোগাযোগ করুন-আরাফাত আইটি ইনস্টিটিউট, (মা ও শিশু হাসপাতালের সামনে ভিজা মার্কেট), আমিরাবাদ।মোবা:01830-066-008, 01857-370-789.